২১ নভেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক::: মাছ ব্যবসায়ী রনি শেখকে মাত্র ৬০ হাজার টাকার জন্য খুন করা হয়। এ ঘটনায় আপন দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার প্রধান আসামি পিকআপচালক জহিরুল ইসলাম হত্যার দায় স্বীকার করে গতকাল সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জবানবন্দি দিয়েছেন। হত্যার ঘটনাটি ঘটেছে গত ১০ ডিসেম্বর রাতে গাজীপুরের কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকায়।
ব্যবসায়ী রনি শেখ (৩২) রাজবাড়ীর বালিয়াকান্দির গোবিন্দপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ঢাকার মিরপুর বেড়িবাঁধ মৎস্য আড়তে মাছ বিক্রি করতেন।
গ্রেপ্তার তিন আসামি হলেন- পাবনার জুদকলসা এলাকার শাহজাহান সরদারের ছেলে জহিরুল ইসলাম, বরিশালের মুলাদীর চবিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন এবং রুবেলের ছোট ভাই মো. বাবু (১৮)।