২১ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেলা প্রশাসনের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বুধবার সকাল ১১ টার দিকে সুগন্ধা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা বালু বোঝাই মা বাবার দোয়া নামের একটি বাল্কহেড আটক করেন । বাল্কহেড মালিক নলসিটি থানার ভৈরব পাশা এলাকার রাজিব।
পরে ঝালকাঠি পুরাতন কলেজ এলাকায় সুগন্ধা নদীর কিনারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মিলন চাকমা ।বাল্কহেড ব্যাবসায়ী রাজিব নগদ দুই লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে বাল্ক হেড নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বলেন ঝালকাঠিতে কোথাও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।