২১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. জোরহ আলীর নেতৃত্বে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে
পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।এসময় খালের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা ১৫টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।
এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছিল। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের
বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।
ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।উচ্ছেদ অভিযান চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন, পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী কমিশনার
(ভূমি) জহিরুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান উপস্থিত ছিলেন।