২১ নভেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের শান্তির দাবীতে গতকাল রোববারও ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে ওই এলাকার লোকজন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের সোলায়মান মুন্সির ব্যবসা প্রতিষ্ঠান শনিবার সকালে ভাংচুরের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে ব্যবসায়ী সোলায়মান মুন্সি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। হামলাকারীদের বিচারের দাবীতে গতকাল রোববারও তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। হামলাকারী সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা’র পূর্বে নীমতলার একাধিক ব্যবসায়ীকে মারধর করেছে বলে অভিযোগ করেন ওই বাজারের ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসন তাদের গ্রেফতারের আশ্বাস দিলেই ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলেও জানান তারা। এব্যাপারে বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা এর পূর্বে ওই বাজারের একাধিক ব্যবসায়ীকে মারধর করেছিল। যার কারনে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ রয়েছে। পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান। উল্লেখ্য, শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা বাসষ্ট্যান্ডের হোটেল ব্যবসায়ী সোলায়মান মুন্সি তার ব্যবসা প্রতিষ্ঠান হোটেলে বসে খাবার তৈরি করছিলেন। তখন দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ সম্রাট ও মাসুম মোল্লা হোটেলে কি তৈয়রী করা হয়েছে তা সোলায়মান মুন্সিকে জিজ্ঞাসা করেন। সোলায়মান মুন্সি কোন উত্তর না দেওয়ায় তাকে গালমন্দ করেন তারা। এঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোলায়মান মুন্সি ও তার কর্মচারী জাকির শিকদারের উপর হামলা করে মারধর করে আহত করেন। এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও দুইজনকে মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবীতে নীমতলার ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান শনিবার থেকে গতকাল রোববারও বন্ধ রাখা হয়েছে।