২১ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : নিজের পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিলেন এক যুবক। আজ বুধবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁয় এ ঘটনা ঘটে। শ্যামল মুন্ডা নামের ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত ৬ মাস ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন বনগাঁর পাল্লা আদিবাসী পাড়ার শ্যামল। মানসিক ভারসাম্যহীনতার জেরেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান করছে তার পরিবার।
শ্যামল মুন্ডার ভাই নির্মল মুন্ডা জানিয়েছেন, বুধবার সকালে তিনি দেখতে পান শৌচাগারে রক্ত পড়ে রয়েছে। যা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি তার মায়ের কাছে জানতে চান, শৌচাগারে রক্ত কেন? সেই সময়ই তাদের আশঙ্কা হতে থাকে, শ্যামল কোনো অঘটন ঘটিয়েছেন কিনা।
সেই আশঙ্কাই সত্যি হয়। শ্যামলকে জিজ্ঞাসা করলে তিনি জানিয়ে দেন, নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়েছেন জঙ্গলে।
পরিবারের সবার ধারণা, শ্যামল বঁটি দিয়েই ওই ‘কাণ্ড’ করেছেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।