২১ নভেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ বশির আহাম্মেদ
চিফ রিপোর্টার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিরংগল মৌজার ভূমি জরিপের নামে ঘুষ বাণিজ্য বন্ধ ও তাদের নিজস্ব মৌজায় বসে জরিপের কাজ করার দাবিতে ১৯ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বিরংঙ্গল গ্রামের দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসার সামনে এলকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্র জানা যায়,গত বছর রঙ্গশ্রী ইউনিয়নের তিনটি মৌজায় জরিপের কাজ শুরু হয় এ সময় মাঠ পর্যায়ে কাজ করা মিজান, ফারুক, মঞ্জু ,সহ চার কর্মকর্তার বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকা বাণিজ্যের অভিযোগ করেন ভুক্তভোগীরা। বর্তমানে ভূমি এ্যাটেস্টশনের কাজ ও ঐ মৌজায় বসে না করে উপজেলার সাহেবগঞ্জ ভাড়া বড়িতে গিয়ে কার্যক্রম শুরু করেছেন ভূমি জরিপের কর্মকর্তারা, ফলে এলাকাবাসীর আর্থিক ক্ষতিসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগী রা।এলাকার ভূমি মালিকদের দাবি ভূমি জরিপের অফিসিয়াল কাজ উপজেলা শহরে বসে না করে যেন তাদের স্ব স্ব মৌজায় বসে করা হয়।বিরংগল মৌজার জমির মালিক আলম ভূইয়া জানান,জমি জরিপ শুরু হওয়ার পর থেকেই জরিপের কর্মকর্তারা ঘুষ দুর্নীতির বিতর্কে জড়িয়ে পরে,এলাকার কিছু অসাধু দালালদের যোগসাজশে অসহায় মানুষদের জিম্মি করে তাদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।এখন এ্যাটেস্টশন কাজ স্ব-স্ব মৌজায় বসে করার কথা থাকলেও তারা বিরংগল মৌজা থেকে প্রায় ১০ কিঃমিঃ দুরে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে,যার কারনে এলাকার নিরীহ মানুষ দালাল ছাড়া তাদের এ্যাটেস্টশনের কাজ করাতে পারছে না। এ বিষয়ে রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার জানান,বিরংগল মৌজার লোকজন আমার কাছে এসেছে এবং তাদের দাবি ভূমি এ্যাটেস্টশনের কাজ যেন তাদের নিজেস্ব মৌজায় হয়,এ বিষয়ে আমি ভূমি জরিপের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করবো এমনকি তাদের থাকার ব্যবস্থাসহ সকল প্রকার সুযোগ সুবিধা দেয়ার কথা বলেছি কিন্তু এখনো যে তারা কেন এলাকায় এসে এ্যাটেস্টশন করেনা তা আমার জানা নেই।এ বিষয়ে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন গনমাধ্যম কে জানান,ওই মৌজায় বসে এ্যাটেস্টশণের কাজ করার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় উপজেলা শহরে বসে কাজ করতে হচ্ছে। আমরাএলাকাবাসীর দাবি সুনেছি এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা অনুমতি দিলেই মৌজায় গিয়ে এ্যাটেস্টশনের কাজ করবো।