২১ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ কালু ওরফে টিএনটি কালুকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রসুলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জিহাদের নেতৃত্বে এএসআই সাইফুল ও এএসআই মিজান সংগীয় ফোর্স নিয়ে এ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক কালু নগরীর ৯ নং ওয়ার্ড রসুলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) ছগির হোসেন জানান, নগরীর ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ী টিএনটি কালুসহ একাধিক ব্যক্তি। আজ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
কালুর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।