২১ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ গোলাম রাব্বানী
ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় একটি দোকান থেকে চুরি হওয়াসহ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।
যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
এ ঘটনায় ফারুক হোসেন, সাদিকুল ইসলাম ও চন্দন কুমার নামে তিনজনকে আটক করা হয়েছে।
ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় জানান, নীলফামারী ডিমলা উপজেলার খালিশা চা পানি ইউনিয়নের ডালিয়া বাজারের রবিউল ইসলাম রবির দোকান থেকে গত ৬ সেপ্টেম্বর বিকালে ৩০ টি মোবাইল ফোন চুরি হয় । এ ঘটনায় দোকান মালিক রবিউল ইসলাম রবি ৯ সেপ্টেম্বর ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে ডিমলাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। একপর্যায়ে শনিবার (৫অক্টোবর) ভোরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নীলফামারী জেলার চড়াইখোলা এলাকার দালালের বাজার থেকে ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তি ও উদ্ধারকৃত মোবাইলগুলো জব্দ করে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।