২১ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ বশির আহাম্মেদ
চিফ রিপোর্টার
বরিশালেের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিত করন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
২০ শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে সেমিনারে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হকের সঞ্চলনায় উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় আগত ব্যবসায়ীদের উদ্দেশ্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে তার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ অবহিত ও তা বাস্তবায়নে সর্বচ্চ গুরুত্ব অরোপ করেন। ব্যবসা একটা সেবা মূলক স্বাধীন ও পবিত্র পেশা। এ পেশায় সৎ মানষিকতার বিকল্প নেই, ব্যবসায়ীদের জন্য দেশে রয়েছে সুনির্দিষ্ট আইন, এখানে ক্রেতা বিক্রেতা সবার রয়েছে সমান অধিকার, কোনো কারণে সে অধিকার হরণ করা যাবেনা। এজন্য ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইন সকলের অবহিত, বাস্তবায়ন ও সচেতনতা অবশ্যই কর্তব্য বলে জানান।