২১ নভেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ শরীফ উদ্দীন জীবননগর প্রতিনিধি::-
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচলানা করে রাত সাড়ে ৯ টার সময় ২৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আখের আলী ৪২ পিতা মৃত রমজান আলি কে গ্রেফতার করেছে। পুলিশ আখের আলীকে আটক করার পর জিজ্ঞাসা করলে বলেন মেদনিপুর গ্রামের ইশার ফেনসিডিল আমার বাড়ি রেখে জান। পুলিশ সুত্র থেকে জানা গেছে এই মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গা জীবননগর থানার নাহারুলের নেতৃত্বে এ এস আই বাদশা, এ এস আই হাবিব সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগরে গোকলনগর মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে আখের আলি ৪২ মৃত রমজান আলির বাড়ি থেকে মাদক ব্যাবসায়ীকে ২৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। এস আই নাহারুল বলেন মাদক যেখানেই থাকবে আমাদের অভিযান সেখানেই চলবে। এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান মেদনিপুর গ্রামের ইশা নামের একজনের ফেনসিডিল আখের আলির বাড়ি রেখে যান ওসি সাইফুল বলেন মেদনিপুরের ইশাকে পুলিশ গ্রেফতার করার চেস্টা চলছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত ওসি ফেরোদৌস ওয়াহেদ বলেন এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে জীবননগর থেকে যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযোগ অব্যাহত থাকবে।