২১ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ আগামী ১৮ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে বরিশেল বিভাগে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে যারা তারা হলেন, বরিশালে এ কে এম জাহাঙ্গীর, বরগুনাতে জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলাতে আব্দুল মুমিন টুলু, ঝালকাঠীতে খান সাইফুল্লাহ পনির, পিরোজপুরে সালমা রহমানকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থীর নাম জানিয়েছে আওয়ামী লীগ।