২১ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:: ঢাকার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য ও রাজাপুর উপজেলার ফুলহার এলাকা মহিলা ইউপি সদস্যের পুত্র জসিম মোল্লা (৩২) কে গ্রেপ্তার করেছে ঢাকার ডিবি পুলিশের একটি টিম। সোমবার (২৯ আগস্ট) বিকাল চারটায় উপজেলার ফুলহার এলাকার মোল্লাবাড়ি (নিজবাড়ি) থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম ফুলহার এলাকার মো. কালাম মোল্লা ও সদর ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের সদস্য নুরুনাহার নিরু বেগম এর পুত্র।
রাজাপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম মোল্লা ঢাকার একটি চোরাই মোটরসাইকেল চোর ও কেনা-বেচায় জড়িত সিন্ডিকেটের সদস্য। সম্প্রতি সে ঢাকা থেকে একটি মটোরসাইকেল চুরি করে উপজেলার ফুলহার এলাকার গ্রামের বাড়ীতে আসে।
গোপন সূত্রে সংবাদ পেয়ে ঢাকার ডিএমপি ডিবি পুলিশের একটি দল ঝালকাঠির রাজাপুরে আসে। ডিবি পুলিশের টিম স্থানীয় থানা পুলিশের সহায়তায় জসিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করেন । পরে গ্রেপ্তারকৃত জসিমকে ডিএমপি ডিবি পুলিশের দলটি ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে জানায়।