২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিমের বিরুদ্ধে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঠিকাদার সুমন খানের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, সম্প্রতি উপজেলার বাইশারী ইউনিয়নের বরমগাতি গ্রামে রাস্তা ও সরকারি সম্পত্তির রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ নিলাম টেন্ডারের মাধ্যমে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন খান পান। পরবর্তীতে সুমন খান লোকজন দিয়ে টেন্ডারের মাধ্যমে পাওয়া ওই গাছগুলো কেটে নিয়ে আসতে গেলে বাইশারী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম গাছ নিতে হলে তাকে ৭ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। ফলে সুমন খান ওই গাছ আনতে ব্যর্থ হন। এ বিষয়ে ২১ আগস্ট রবিবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবে এসে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সুমন খান অভিযোগ করেন,টেন্ডারের মাধ্যমে পাওয়া ওই গাছগুলো আনতে গেলে তার কাছে রেজাউল করিম ৭ হাজার টাকা দাবি করে। বিষয়টি তিনি তাৎক্ষনিক বানারীপাড়া ভূমি অফিসের সার্ভেয়ার সুমনকে জানান। টাকা না পেয়ে কিছু গাছের গুড়ি রেজাউল করিম নিয়ে গেছেন বলেও সুমন খান জানান। তিনি এ ব্যপারে আইনী পদক্ষেপ নেবেন বলেও জানান।
এদিকে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে রেজাউল করিমের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সংখ্যালঘুসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা ও হয়রাণির অভিযোগ রয়েছে। ওই সময় বিএনপি ক্যাডার রেজাউল ও তার বাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা প্রলয় দত্ত,বর্তমানে ভোলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত স্বপন সাহা,আওয়ামী লীগ কর্মী চিত্তরঞ্জন,বন্দর বাজারের ব্যবসায়ী রতন সাহাসহ অগণিত নেতা-কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে মারধরের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত বাইশারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অস্বীকার করেছেন। ###