২১ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরিশালে হাতে হারিকেন নিয়ে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

বরিশালে হাতে হারিকেন নিয়ে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আজকের ক্রাইম ডেক্স: হাতে ও মঞ্চে হারিকেন নিয়ে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএনপি। এ সময় নেতারা বলেন, শ্রীলঙ্কার সরকার পালিয়েছে, বাংলাদেশের সরকার পারবে না।

শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, অবৈধ সরকার আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

আগে এই অবৈধ সরকার কক্ষমতা থেকে বিদায় নেক, তারপর যতো আলোচনা আছে ততে বসব কিনা ভেবে দেখা হবে। সরকার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বানিয়েছে বিধায় নির্বাচন কমিশনার একেক সময় একেক রকম কথা বলছে।

দেশে মেগা প্রকল্পের নামে বিদ্যুৎ-গ্যাসের টাকাসহ জনগণের সব টাকা সরকার বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেন তিনি।

জয়নাল আবেদীন আরও বলেন, সরকার ক্ষমতায় থাকার মাত্র কয়েক বছরের মধ্যে বিদেশি ব্যাংকগুলোয় জনগণের কোটি কোটি টাকা জমা হচ্ছে। শ্রীলঙ্কার উদ্ধৃতি টেনে তিনি বলেন,
শ্রীলঙ্কার সরকার পালিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে জনগণ সচেতন। এই সরকার পালানোর জায়গা পাবে না।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ঢাকা (দক্ষিণ) টিম লিডার জাকির হোসেন নান্নু প্রমুখ।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক আলহাজ কে. এম শহিদুল্লাহ, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, মহানগর মহিলা দল সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাযহারুল ইসলাম জাহান, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন।

সমাবেশ শুরু হওয়ার আগে সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019