২২ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানে এবং সড়কে যানবাহন থামিয়ে বিশাল আকৃতির একটি হাতি নিয়ে টাকা আদায় করা হচ্ছে, এরফলে বিড়ম্বনার শিকার হচ্ছেন বিভিন্ন গাড়ি চালক পথচারী ও ব্যবসায়ীরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকালে সড়কে লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের কাছে থেকে হাতির সুর দিয়ে টাকা আদায় করতে দেখা গেছে।
এভাবে প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত চাঁদা নেয়া হচ্ছে, বিগত দুইদিন যাবৎ এভাবেই হাতি দিয়ে চাঁদাবাজি চলছে।
তবে হাতি দিয়ে চাঁদা আদায় করা মাহুত বলেছেন, সবাই খুশিমনে টাকা দিয়ে দেন, খুশি হয়ে দেয়া টাকা চাঁদাবাজি হতে পারে না বলেও দাবি করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান বলেন, হাতি দিয়ে টাকা আদায়ের বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি বা কোন অভিযোগ করেনি, তারপরও বিষয়টি দেখতেছি।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুম্পা সিকদার বলেন, এভাবে হাতি দিয়ে টাকা আদায়ের কোন সুযোগ নেই, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।