২২ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের পূর্ব বিকনা এলাকা থেকে দুই মাদক সেবনকারী কে মঙ্গলবার রাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। আটককৃত মাদক সেবনকারী পূর্ব বিকনা এলাকার সেলিম গাজীর ছেলে রাকিব গাজী( ২১) ও ফরিদ গাজীর ছেলে তাওহীদ গাজী(২২)
আটককৃত মাদক সেবীদের ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েম সহকারী কমিশনার এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক রাকিব গাজী ও ফরিদ গাজী কে পাচ হাজার টাকা অর্থদণ্ড ও একদিনের সাজা প্রদান করে ঝালকাঠি জেলা কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রব বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের টিম গাঁজা সেবন অবস্থায় মাদকসেবীদের আটক করে। ঝালকাঠিতে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।