২১ নভেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানী কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরিশাল জেলার মুলাদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ লক্ষ ০৩ হাজার ৪০০ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার, ০১ বছরের কারাদন্ড।
০৫ ডিসেম্বর ২০১৯ তারিখ ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার মুলাদী থানাধীন সাহেবের চর গ্রামে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের জন্য মজুদ রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি এবং জনাব শাহদাৎ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরিশাল কর্তৃক আনুমানিক ১৩.০০ ঘটিকায় বরিশাল জেলার মুলাদী থানাধীন সাহেবের চর গ্রামের মোঃ জুয়েল খান এর বসত বাড়ীতে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জুয়েল খান(২৬), পিতাঃ মোঃ রুস্তম খান, সাং-সাহেবের চর, থানাঃ মুলাদী, জেলাঃ বরিশাল বলে জানায়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। তার বসত বাড়ীর ভিতর বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে। তার বাড়ীর ভিতর থেকে ০৪ টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ০১ লক্ষ ০৩ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জনাব শাহদাৎ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরিশাল কর্তৃক মোবাইলে কোর্টের মাধ্যমে আসামীকে ০১ বছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন এবং অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করেন।