২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহদাব উদ্দিন আল মাহমুদঃ
ঘোড়াঘাটে ৪ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ৩১জানুয়ারি/২২ ৬ষ্ঠ ধাপে দিনাজপুর ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ইউনিয়নের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন ্অফিসার ও রিটার্নিং ্অফিসার শাহজাহান মানিক।
(৬ জানুয়ারি) বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই মনোনয়ন পত্র যাচাই-বাছাই কাজ করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন ঘোড়াঘাট ইউপি নির্বাচনে ২৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ৬০ জন এবং সাধারণ সদস্য ১৭৫ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে।অন্যদিকে বয়স সংক্রান্ত জটিলতার কারণে অর্থাৎ ২৫ বছরের কম হওয়ায় ৩নং সিংড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য একজন এবং ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে সাধারণ সদস্য পদ থেকে এক জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির,পিপিএম (সেবা),। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল চেয়ারম্যান প্রার্থী, সাধারণ মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থীগণ।এছাড়া প্রার্থীদের প্রস্তাবকারী এবং সমর্থকরাও এসময় উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাচন ্অফিসার ও রিটার্নিং ্অফিসার শাহজাহান মানিক বলেন,এই চার ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৬১ জন এবং সাধারণ সদস্য পদে মোট ১৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।আসন্ন ঘোড়াঘাট ইউপি নির্বাচনে ২৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ৬০ জন এবং সাধারণ সদস্য ১৭৫ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারী/২২ ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারী,যাছাই বাছাই ৬ জানুয়ারী,বাছাই শেষে আপিলের শেষ তারিখ ৭ ও ৯ জানুয়ারী,আপিল শুনানী ও নিষ্পত্তি ১০ ও ১২ জানুয়ারী,প্রার্থীতার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী।তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফশীল মোতাবেক নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে ্অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এবারই প্রথম ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ইভিএম(ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।