২১ নভেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::ঝালকাঠিতে মোঃ সজল দেওয়ান (২৮) নামে এক যুবক কে নিজ কক্ষে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ( ৪ ডিসেম্বর ) দিবাগত গভীর রাতে নলছিটি উপজেলার মালিপুর গ্রামের আল কাদেরিয়া দরবার শরীফের সংলগ্ন দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সজল মৃত আমির হোসেন দেওয়ানের ছোট ছেলে ও ওই দরবার শরীফের পরিচালক মাওলানা আনোয়ার হোসেনের বড় ভাইর ছেলে এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজ দেওয়ানের ছোট ভাই।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)সকাল পৌনে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধার করে নলছিটি থানা পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন জানান, কে বা কারা সজল কে হত্যা করেছে এখন পর্যন্ত জানা যায়নি। তবে হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান ওসি
জানা গেছে, ওই দরবারের উপদেষ্টা আমির হোসেন দেওয়ানের মৃত্যুর পর তার ছেলেদের সাথে দরবারের পরিচালক মাও: আনোয়ার হোসেন দেওয়ানের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বছর সেপ্টেম্বর মাসে সজল দেওয়ান তার চাচা আনোয়ার দেওয়ানকে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই ঘটনায় মামলা দায়ের হয়। পরে পুলিশ সজল দেওয়ানকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। কিছুদিন পূর্বে সজল দেওয়ান জামিনে বের হয়।