২১ নভেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাদের আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন সম্পন্ন হয়েছে ।
সোমবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে স্বাস্থ বিধি মেনে শপথ বাক্য পাঠ করান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মু আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ অলিউল ইসলাম, বরিশাল জেলা পরিষদ সদস্য মোঃ মাইনুল হোসাইন পারভেজ মৃধা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল হোসেন প্রমূখ।
এছাড়াও রহমতপুর ইউনিয়নের ১২ জন নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা নির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, যারা নির্বাচনে আপনাদের বিরোধীতা করেছে অথবা ভোট দেয়নি তাদের অভিভাবকও আপনারা। কারন ইউনিয়নের শতভাগ মানুষের জন্য সরকারি বরাদ্ধ আপনার কাছেই যাবে। ওই সব বরাদ্ধ সঠিকভাবে দলমতের উর্ধে থেকে সবার মাঝে বন্টন করতে হবে।
অপরদিকে একই দিন সকালে রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মু আক্তার উজ জামান মিলন কে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার।