২১ নভেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক::ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষিপুর গ্রামে বৃহস্পতিবার সকালে জুলেখা খাতুন নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঋনের চাপে অতিষ্ঠ হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে গ্রামবাসী অভিযোগ করেছে। তিনি লক্ষিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা গেছে, জুলেখা খাতুন আশা এনজিও থেকে ঋন গ্রহণ করেন। টাকার জন্য বেশ কিছুদিন ধরে পীড়াপীড়ি করতে থাকে এনজিও কর্মীরা। কিন্তু তিনি টাকা জোগাড় করতে ব্যর্থ হন। এক পর্যায়ে এনজিও কর্মীদের চাপে নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
এ ব্যাপারে জুলেখার স্বামী আব্দুর রাজ্জাক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় রাখা হয়েছে।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, তিনি শুনেছেন যে, এনজিও থেকে ঋন নিয়েছিলেন ওই গৃহবধূ। তবে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।