৩০ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অটো চালককে হত্যা করে অটো ছিনতাই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি যান পুলিশ সুপার দর্ননাস্থ কেরু কোম্পানী, আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষিতত্ত্বের ব্যবস্থাপনা বিষয়ক সিডিএ ও সিআইসিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাম্পার ফলনে খুশিতে নাচছে ঘোড়াঘাটের ভুট্টা চাষীরা বরিশাল শেরে ই বাংলা শেবাচিমে দালাল চক্রের নারীসহ ২৫ সদস্য আটক সিলেটে রাতে বৃষ্টি, দিনে অসহ্য গরম নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোন প্রকার সুযোগ-সুবিধা প্রদান কিংবা পক্ষপাতিত্ব করলে তাৎক্ষণিক সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- চুয়াডাঙ্গায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব ঝালকাঠিতে যানবাহন থেকে ক্ষতিকর এলইডি লাইট অপসারণের অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ বানারীপাড়ায় বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতা-কর্মী খালাস
ঝালকাঠিতে বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :প্রথম আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রথম আলো মাদকের বিরুদ্ধে কথা বলে, এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্ছার থেকে সমাজের পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠার পর থেকে আজও তাঁদের লক্ষ্য ও আদর্শে অবিচল আছে। এজন্যই পাঠক প্রিয়তার শীর্ষে প্রথম আলো।

সোমবার বিকেল ঝালকাঠিতে প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিকেল চারটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, প্রবীন সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, প্রথম আলোর উপদেষ্টা ছবির হোসেন, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আবির হোসেন রানা, জেলা প্রতিনিধি আসম মাহমুদুর রহমান পারভেজ প্রমূখ।
প্রবীন সাংবাদিক হেমায়েত উদ্দিন বলেন, প্রথম আলো দেশ ও মানুষের জন্য অধম্য সাহস নিয়ে সত্য প্রকাশ করে যাচ্ছে। সম্পাদক মতিউর রহমান ও তাঁর কর্মীরা প্রথম আলোকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মানুষের আশা আকাঙ্খার প্রতীক প্রথম আলো।
অনুষ্ঠানে কাঠমিস্ত্রি হয়েও নিরলস প্রচেষ্টা চালিয়ে একটি লাইব্রেরী স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করা নারয়ণ চন্দ্র মিস্ত্রিকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দেয়া হয়। ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় নারায়ণ চন্দ্রের লাইব্রেরীতে প্রতিদিন শতাধিক পাঠক বই পড়েন। এছাড়াও মো. নুরুল আমিন খলিফা নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককেও সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। তিনি প্রতিদিন সকালে ২শ টাকার পরোটা কিনে কুকুর, শালিকসহ অভুক্ত পাখিদের খাওয়ান। তিনি নদীর পাড়ের পতিত জায়গায় প্রচুর ফলের গাছ লাগিছেন। সেই গাছের ফল সাধারণ মানুষে খায়।
অনুষ্ঠান শেষে প্রথম আলোর বন্ধু ও শিশুদের নিয়ে অতিথিরা কেক কাটেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা ও সদস্য মুসরান জাহান নাজ।

ঝালকাঠিতে বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর
২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রথম আলো মাদকের বিরুদ্ধে কথা বলে, এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্ছার থেকে সমাজের পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠার পর থেকে আজও তাঁদের লক্ষ্য ও আদর্শে অবিচল আছে। এজন্যই পাঠক প্রিয়তার শীর্ষে প্রথম আলো।
গতকাল সোমবার বিকেল ঝালকাঠিতে প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিকেল চারটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, প্রবীন সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, প্রথম আলোর উপদেষ্টা ছবির হোসেন, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আবির হোসেন রানা, জেলা প্রতিনিধি আসম মাহমুদুর রহমান পারভেজ প্রমূখ।
প্রবীন সাংবাদিক হেমায়েত উদ্দিন বলেন, প্রথম আলো দেশ ও মানুষের জন্য অধম্য সাহস নিয়ে সত্য প্রকাশ করে যাচ্ছে। সম্পাদক মতিউর রহমান ও তাঁর কর্মীরা প্রথম আলোকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মানুষের আশা আকাঙ্খার প্রতীক প্রথম আলো।
অনুষ্ঠানে কাঠমিস্ত্রি হয়েও নিরলস প্রচেষ্টা চালিয়ে একটি লাইব্রেরী স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করা নারয়ণ চন্দ্র মিস্ত্রিকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দেয়া হয়। ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় নারায়ণ চন্দ্রের লাইব্রেরীতে প্রতিদিন শতাধিক পাঠক বই পড়েন। এছাড়াও মো. নুরুল আমিন খলিফা নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককেও সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। তিনি প্রতিদিন সকালে ২শ টাকার পরোটা কিনে কুকুর, শালিকসহ অভুক্ত পাখিদের খাওয়ান। তিনি নদীর পাড়ের পতিত জায়গায় প্রচুর ফলের গাছ লাগিছেন। সেই গাছের ফল সাধারণ মানুষে খায়।
অনুষ্ঠান শেষে প্রথম আলোর বন্ধু ও শিশুদের নিয়ে অতিথিরা কেক কাটেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা ও সদস্য মুসরান জাহান নাজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019