২১ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক
যথাযোগ্য মর্যাদায় ভারতে বাংলাদেশ হাইকমিশন, উপহাইকমিশন এবং কনস্যুলেট অফিসেও পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
ভারতে শোক দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকেও দিনজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সরণির কলকাতা উপহাইকমিশন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধুর ছাত্রাবস্থায় যে আবাসিক হোস্টেলে থাকতেন, সেই বেকার হোস্টেলে তার স্মৃতি কক্ষের সামনে নির্মিত আবক্ষমূর্তিতেও মাল্যদান করা হয়।
এ সময় উপদূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছাড়াও কলকাতায় অবস্থিত বাংলাদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে উপহাইকমিশন ভবনে বঙ্গবন্ধু গ্যালারিতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক বিদ্যুৎমন্ত্রী ও শীর্ষ তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিশিষ্ট লেখক-সাহিত্যিক ও বুদ্ধিজীবী উপস্থিত থাকবেন।