২১ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
আফগানিস্থান রাজধানী কাবুলের চারদিক থেকে প্রবেশ করছে সশস্ত্র তালেবান যোদ্ধারা। মিছিল নিয়ে তালেবান যোদ্ধারা শোডাউন দিতে দিতে প্রবেশ করছে রাজধানীতে। এমন পরিস্থিতিতে কাবুলের বাসিন্দারা ঘরবাড়ি ছাড়লেও পালানোর সব পথ বন্ধ। রাস্তায় দিশেহারা হয়ে ছুটোছুটি করছে সাধারণ মানুষ। ভয়ে আর আতঙ্ক তাদের চোখে মুখে।
আফগানিস্তানের এক আইনপ্রণেতা ফারজানা কচি বলেন, কাবুলের বাসিন্দারা পালানোর চেষ্টা করলেও যাওয়ার কোন পথ নেই। আমি জানিনা তারা কিভাবে কি করবেন।
তিনি আরও বলেন, প্রাণের ভয়ে অনেকে সকাল থেকে ফ্লাইটে করে কাবুল ছেড়েছেন ভারত বা প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার জন্য। সেখানেও জায়গা হচ্ছে না অনেকের। কিন্তু তাদের কাছে কোন বিকল্প নেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছে নারী ও শিশুরা।