অনলাইন ডেস্ক
আফগানিস্থান রাজধানী কাবুলের চারদিক থেকে প্রবেশ করছে সশস্ত্র তালেবান যোদ্ধারা। মিছিল নিয়ে তালেবান যোদ্ধারা শোডাউন দিতে দিতে প্রবেশ করছে রাজধানীতে। এমন পরিস্থিতিতে কাবুলের বাসিন্দারা ঘরবাড়ি ছাড়লেও পালানোর সব পথ বন্ধ। রাস্তায় দিশেহারা হয়ে ছুটোছুটি করছে সাধারণ মানুষ। ভয়ে আর আতঙ্ক তাদের চোখে মুখে।
আফগানিস্তানের এক আইনপ্রণেতা ফারজানা কচি বলেন, কাবুলের বাসিন্দারা পালানোর চেষ্টা করলেও যাওয়ার কোন পথ নেই। আমি জানিনা তারা কিভাবে কি করবেন।
তিনি আরও বলেন, প্রাণের ভয়ে অনেকে সকাল থেকে ফ্লাইটে করে কাবুল ছেড়েছেন ভারত বা প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার জন্য। সেখানেও জায়গা হচ্ছে না অনেকের। কিন্তু তাদের কাছে কোন বিকল্প নেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছে নারী ও শিশুরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.