২১ নভেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
র্যাব-৮, বরিশাল এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
গত ২০ নভেম্বর ২০১৯ তারিখ ২০.৪৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপথের মোড় থেকে র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মেহেন্দীগঞ্জ উপজেলার লাল মিয়া প্যাদার ছেলে জুলহাস প্যাদা(২৮)কে গ্রেফতার করে। গত ১৮ মার্চ ২০১৫ তারিখে মোঃ সুজন কাজী, পিতা- রতন কাজী, সাং- দড়িরচর খাজুরিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল’কে খুন করে আতœগোপন করে। পরবর্তীতে তার নামে হত্যা মামলা রুজু হলে সে আতœগোপনে ঢাকায় চলে যায় এবং বিগত তিন বছর যাবত ঢাকায় অবস্থান করে। ঘটনার বিবরণে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত উল্লেখিত অপরাধমূলক কর্মকান্ড করে গোপনে ঢাকায় অবস্থান করছিল। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র, গুরুতর জখম ও চুরির মামলাসহ ০৬ টি মামলা রুজু ও ০৩ টি মামলার ওয়ারেন্ট ইস্যু রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম- জুলহাস প্যাদা(২৮), পিতা- লাল মিয়া প্যাদা, সাং- দড়িরচর খাজুরিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল। উক্ত ওয়ারেন্ট ভুক্ত আসামীকে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় হস্তানন্তর করা হয়েছে।
ভবিষ্যতে র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।