২১ নভেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
সাত বছর ধরে মায়ের মৃতদেহ একটি অ্যাপার্টমেন্টে সংরক্ষণ করে রেখেছে ছেলে। মৃতদেহ লুকিয়ে সংরক্ষণ করার একমাত্র কারণ ছিল যেন সে মায়ের পেনশন তুলতে পারে। এ অপরাধে সাসা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্যারিসের পুলিশ। খবর নিউজ উইকের।
সার্বিয়ান বংশোদ্ভূত ৪৭ বছর বয়সী সাসা নিজেই পুলিশের কাছে গিয়ে অপরাধ স্বীকার করেন। তার মায়ের নাম জল্গাকা। ৭৫ বছর বয়সী এই নারী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালে মারা যান।
সাসা জানান, তার মা মারা যাওয়ার পর মৃতদেহটি একটি আলমারিতে লুকিয়ে রাখে সে। পঁচা গন্ধ ঠেকাতে আলমারির ছিদ্র ও ফাঁকা জায়গাগুলো ফোম দিয়ে বন্ধ করে দেয়। প্রতিবেশীরা তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, তার মা জীবনের শেষ দিনগুলো উপভোগ করার জন্য সার্বিয়ায় ফিরে গেছেন।
আরও পড়ুন: ফিরে আসছে আদিম দৈত্যাকার ‘ম্যামথ হাতি’!
ওই অ্যাপার্টমেন্টে গিয়ে একটি বাথরুমে তার মায়ের মৃতদেহ খুঁজে পায় পুলিশ। মৃতদেহটি মমি করে তারপুলিন দিয়ে মুড়িয়ে একটি স্যুটকেসে রাখা ছিল। সম্প্রতি অ্যাপার্টমেন্ট মালিক তাকে বাসা ছেড়ে দিতে বলায় বেরিয়ে আসে এ ঘটনা।