২১ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ক্রাইম ডেস্ক::বরিশালের উজিরপুরে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের দাবী ঋণের কারনে আত্মহত্যা। পুলিশ সূত্রে জানা যায় উজিরপুর উপজেলা বড়াকোঠা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে কালাম সরদার (৫৩) ১৬ নভেম্বর রাতে বসত বাড়ীর পাশে আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৭ নভেম্বর সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। উজিরপুর মডেল থানার এস.আই রিয়াজ মাহমুদ, এস,আই মানিক ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন। এদিকে স্থানীয়রা জানান কালাম সরদার এলাকায় কয়েক লক্ষ টাকা ঋনগ্রস্থ ছিল। ঋণের কারনেই হয়তো সে আত্মহত্যা করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হবে।