২১ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে ঈদ উপলক্ষে শনিবার ও সোমবার ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দক্ষিণ রাকুদিয়া এলাকায় মাঠে বেলা ৩ টা থেকে বিকেল সাড়ে ৬ টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। রাকুদিয়া ও এর আশপাশের এলাকার শতাধিক মানুষ প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. সেলিম শরিফ, রাকুদিয়া গ্রামের প্রাত্তন ইউপি সদস্য মোশারেফ হোসেন, কাউন্সিলর মো. হেমায়েত উদ্দিন, আঃ মান্নান সিকদার, আলমগীর হোসেন মাষ্টার, মো. হানিফ হাওলাদার, মো. মোকছেদ আলী, মো. হোচেন আলী সহ স্থানীয় ব্যাক্তিবর্গরা ।
আমন্ত্রিত অতিথিরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসব ধরে রাখার জন্য প্রতিবছর এ ধরনের উৎসবের আয়োজন করা হবে ।
রাকুদিয়া এলাকার বাসিন্দা রিয়াজ হোসেন বলেন, বাবুগঞ্জে এ বছর ঘুড়ি উৎসব এই প্রথম হলো। আমি পরিবার-পরিজন নিয়ে এ উৎসব উপভোগ করেছি। স্থানীয় যুবকরা বলেন, এই ঘুড়ি উৎসব উপভোগ করতে পেরে আমরা আনন্দিত। ৩ দিন ব্যাপি ঘুড়ি উৎসবে প্রথম দিনে মোট ৮ টি দল ও সোমবার ২য় দিনে ৫ টি দল অংশগ্রহন করেন।