২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
শিবগঞ্জ ও ভোলাহাটে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু এলাকার আমের ক্ষতি হয়েছে। এছাড়া যে সব এলাকায় শুধু বৃষ্টি হয়েছে ওই সব এলাকায় আমের জন্য আশির্বাদ এই বৃষ্টি। সোমবার বিকেলে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে কিছু কিছু বাগানের আম ঝরে পড়ে। বিশেষ করে শিবগঞ্জ পৌর এলাকা,কানসাট,শ্যামপুর,শাহবাজপুর,দাইপুখুরিয়া ও ভোলাহাট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ঝড়ের সাথে বৃষ্টি হয়। তবে কানসাট ইউনিয়নের কয়েকটি স্থানে শিলা বৃষ্টিতে আমের ক্ষতি হয়েছে। একাডেমী মোড়ের আম চাষী ইসমাইল খান শামীম জানান,বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হলে বেশ কিছু বাগানের আম ঝড়ে পড়ে। তবে অনা বৃষ্টির কারনে যে আমগুলো বড় হচ্ছিলনা তা দ্রতই বড় হবে।
অপর দিকে ভোলাহাটে বজ্রপাতে খড়কপুর এলাকার আবদুল কাদিরের ছেলে রনি নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ।এদিকে ধাইনগর এলাকায় আমনুরা-কানসাট পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের উপর গাছ ভেঙে পড়ায় সাড়ে চারটা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতরে কোন ফিডারে বিদ্যুৎ নাই। কবে নাগাদ গাছ সরিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে তা তা স্পষ্ট করে বলতে পারেন নি কানসাট জোনাল অফিসের এজিএম কম কালিপদ সরকার।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনব্গাঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান,অনাবৃষ্টির কারনে বাগানে যে আমের বোঁটা শুকিয়ে গেছিল-সেগুলো ঝরে পড়তে পারে। এছাড়া যদি কোন এলাকায় শিলা বৃষ্টি হয়,তবে শিলার আঘাতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।