০২ মে ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার উসকানিতে নিজের রুটি-রুজির সংস্থান ধ্বংস করবেন না: শেখ হাসিনা চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে মে দিবস পালিত নানা আয়োজনে ঘোড়াঘাটে মে দিবস পালিত বানারীপাড়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বিলকিস ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে “মহান মে দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত” আজকের ক্রাইম নিউজে চুয়াডাঙ্গার মনোহরপুর বৈশাখী মেলার নামে জুয়ার আসর সংবাদ প্রকাশিত হওয়ায় রাতে প্রশাসনের হানা বরিশালে প্রধানমন্ত্রী সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার বরিশালে শ্রমজীবি মানুষের মাঝে খাবার স্যালাইন ও লেবুর সরবত বিতরন নীলফামারীতে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের মানিকপীর (রহ.) গণ কবরস্থান ব্লক পদ্ধতিতে আধুনিক আয়নের কাজ চলছে।

৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের মানিকপীর (রহ.) গণ কবরস্থান ব্লক পদ্ধতিতে আধুনিক আয়নের কাজ চলছে।

আবুল কাশেম রুমন,সিলেট: মানুষ মরণশীল, জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটি চিরন্ত সত্য। তবে কার মৃত্যু কি ভাবে হবে কারও জান নেই। কোথায় হবে কবর,তাও জানা নেই। কিন্তু সিলেটের মানিকপীর (রহ.) গণ কবরস্থান ব্লক পদ্ধতিতে আধুনিক আয়নের কাজ চলছে ৫ কোটি টাকা ব্যয়ে। উদ্যোগটি নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন তবে এ প্রকল্পের কাজ শেষ হবে আগামী ২০২২ সালের মধ্যে। সিলেটের নগরবাসীর আর বেওয়ারীশ লাশ দাফনের জায়গা হচ্ছে হয়রত শাহ্ জালাল (রহ.) সফরসঙ্গী হিসেবে আরো ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হয়রত মানিকপীর (রহ.) মাজার টিলা কবরস্থানে। প্রতিদিন ওই টিলায় দাফন করা হয় লাশ । দীর্ঘ কয়েক বছর ধরে পুরো টিলায় লাশ দাফন করে আসছেন সিলেটের মানুষ, তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় বেওয়ারীশ লাশ দাফন কার হয়। শৃঙ্খলাবৃদ্ধিতে লাশ দাফন না করায় কার লাশ কোথায় দাফন করা হয় ১৫ দিন পর চিনা মুশকিল হয়ে পড়ে। একটি কবরের উপর আরটি মাটি চাপা দেওয়া হতে দেখা যায়। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশন নিয়ে ব্লকবৃত্তিক লাশ দাফনের কার্যক্রম হতে নিয়েছে। ২০২০ সাল থেকে সিলেট সিটি কর্পোরেশন পাহাড় সমতলের কাজ হাতে নেয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়- এ.বি.সি.ডি.ই.এইচ ব্লাক তৈরি করে মোট ৮ টি ব্লক অথবা জোনে পুরো কবরস্থান ভাগ করা হবে। এই ৮টি ব্লকে থাকবে ৩২শ করব। তার মধ্যে (এ) ব্লকে থাকবে ৫৯০,(বি) ব্লকে ৩৭৯, (সি) ব্লকে ৫৯১, (ডি) ব্লকে ৫০১ (ই) ব্লকে ২৮৬, (এফ) ব্লকে ২০৭ টি, (জি)ব্লকে ৫৬৫ ও (এইচ) ব্লকে থাকবে ১০০ টি কবর। তাছাড়া সেই কবরগুলোতে বসানো হবে নাম্বার,আর এ নাম্বার দিয়ে খুব সহজে খুজে পাবে মৃত ব্যক্তির স্বজনরা তাদের আপন জনের কবর। পুরো টিলা সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন কাড়ার মতো। পাশাপাশি উন্নয়ন করা হচ্ছে মানিক পীর (রহ.) মাজার ও পুরো টিলার দেয়াল, লাইটি করা হচ্ছে ব্লক করা করবগুলো । এছাড়া মৃত ব্যক্তির গোছলের জায়গা করা হচ্ছে অত্যাধুনিক।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. নূর আজিজু রহমান জানান, ৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন হাতে নিয়ে সিটি কর্পোরেশন পুরো কাজ সম্পন্ন হলে একটি আধুনিক কবরস্থানে পরিণত হবে।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মানিকপীর (রহ.) মাজার টিলায় কবরস্থান হবে বিজ্ঞান সম্মত এবং পরিকল্পিত। ২০২২ সালের দিকে কাজ সম্পন্ন হলে বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টিনন্দন কবরস্থান হিসেবে নজর কাড়বে। ব্লক পদ্ধতিতে করব হলে নিজের আত্মীয় স্বজন ও আগামী প্রজন্ম জানতে কোথায় তাদের আপনজনের কবর হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019