২১ নভেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি।।
আসন্ন ১১ই এপ্রিল বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের হাতে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে এসব ফরম বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের উপস্থিতিতে চার চেয়ারম্যান প্রার্থীদের হাতে তুলে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস। এসব চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য তারিকুল ইসলাম তারেক, ২নং কেদারপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নূরেআলম বেপারী, ৩নং দেহেরগতি ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ও ৬ নং মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন।
জানা গেছে, চেয়ারম্যান প্রত্যাশীদের আবেদন উপজেলা আ’লীগ যাচাই-বাচাই করে বরিশাল জেলা আ’লীগের সভাপতি (মন্ত্রী) পার্বত্য শান্তি চুক্তির রূপকার আবুল হাসানাত আব্দুল্লাহ’র এমপি’র নিকট জমা দেয়ার পর তিনি সকল মনোনয়ন দেখে চুড়ান্ত ভাবে প্রার্থী বাচাই করে কেন্দ্রীয় বোর্ডে জমা দেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। মনোনয়ন ফরম বিতরনের এসময় উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ,সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী প্রমুখ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা এসময় তাদের কর্মী সমর্থকদের নিয়ে নৌকা প্রতীকের মনোনয়ন পত্র গ্রহন করেন।