২১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি/ আসন্ন ইউপি নির্বাচনে
বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চাখার ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী হতে আবেদনপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
বৃহস্পতিবার ২১ জানুয়ারি বিকেলে তিনি বিপুল সংখ্যক নেতা,কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের কাছে আবেদনপত্র জমা দেন।
তিনি জানান গত নির্বাচনে তার আকাশচুম্বি জনপ্রিয়তা থাকার পরেও দল তাকে মনোনয়ন দেয়নি। এবাবের নির্বাচনে চাখারের তৃণমূলের নেতা ও কর্মীদের আস্থা, ভরসা ও বিশ্বাসের ঠিকানা হিসেবে নৌকার দাবীদার তিনি।