২১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানার পরেও সচেতনতা বাড়ছে না। সরকারের নানামুখী পদক্ষেপেরও মাঠ পর্যায়ে সফলতা আসছে না। শেষ অবধি মাঠ প্রশাসনের সাজেশন অনুযায়ী নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।
সচিবালয়ে আয়োজিতক ব্রিফিংয়ে তিনি জানান, মাঠ প্রশাসন থেকে আসা সাজেশনের ভিত্তিতে জনসচেতনতার জন্য প্রচারণা নামছে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাঠ প্রশাসন থেকে পরামর্শ দেয়া হয়েছে, স্থানীয় সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে মাস্ক ব্যবহারের প্রচার-প্রচারণা চালাতে হবে।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাপড়ের মাস্ক বিতরণ করতে। যাতে তা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়। মন্ত্রীসভায় বলা হয়েছে, মাস্ক ব্যবহারে বাধ্য করতে শুধু জেল-জরিমানা করলেই হবে না। তাছাড়া মাস্ক যদি না পরে কোনো কিছুই সফল হবে না।
করোনা মহামারীর মধ্যে গেল জুলাই মাসের শেষদিকে বাসার বাইরে সর্বত্র প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। তবে করোনায় দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যুহার বাড়লেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না।