২২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: নরসিংদীর মাধবদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসিম্বর) মাধবদী থানাধীন নুরালাপুর এলাকার একটি টেক্সটাইল মিলের পিছনের নির্জন কলা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে স্থানীয় টেক্সটাইল মিলের পিছনের কলা ক্ষেতের নির্জন স্থানে পড়ে থাকা একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা মাধবদী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর পঁচা লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ও দাগ রয়েছে।
কয়েকদিন আগে হত্যার পর এখানে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।