২২ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়।
হাসপাতাল ও মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের কার্তিক বৈষ্ণবের মেয়ে ও বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃষ্ণা বৈষ্ণব (১৮) শুক্রবার দুপুরে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তৃষ্ণাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী তৃষ্ণাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই জসিম উদ্দিন হাসপাতালে গিয়ে তৃষ্ণার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এএসপি আব্দুর রব হাওলাদার তৃষ্ণার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, তৃষ্ণার পরিবার সদস্যদের দাবি তার মা তাকে গালমন্দ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও জানিয়ে শুক্রবার বিকেলে এএসপি সার্কেল আস্কর গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।