০২ মে ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার উসকানিতে নিজের রুটি-রুজির সংস্থান ধ্বংস করবেন না: শেখ হাসিনা চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে মে দিবস পালিত নানা আয়োজনে ঘোড়াঘাটে মে দিবস পালিত বানারীপাড়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বিলকিস ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে “মহান মে দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত” আজকের ক্রাইম নিউজে চুয়াডাঙ্গার মনোহরপুর বৈশাখী মেলার নামে জুয়ার আসর সংবাদ প্রকাশিত হওয়ায় রাতে প্রশাসনের হানা বরিশালে প্রধানমন্ত্রী সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার বরিশালে শ্রমজীবি মানুষের মাঝে খাবার স্যালাইন ও লেবুর সরবত বিতরন নীলফামারীতে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
বরিশালে সেই আলোচিত দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত। আজকের ক্রাইম নিউজ

বরিশালে সেই আলোচিত দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত। আজকের ক্রাইম নিউজ

ডেক্স প্রতিবেদক:; বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও তা মূল্যায়ন করেননি কোতয়ালি মডেল থানার দুই কর্মকর্তা বশির আহম্মেদ ও শরিফুল ইসলাম শরিফ। তার খেসারত হিসেবে এই দুই পুলিশ কর্মকর্তা বরাখাস্ত করা হয়েছে।গতকাল সোমবার রাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে এই আদেশ দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার বলেন, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। যা বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে তিনি জানান। সাময়িক বরখাস্ত এসআই বশির আহম্মেদ ও এএসআই শরিফুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

দুই পুলিশ কর্মকর্তার বিরুদদ্ধে অভিযোগ হচ্ছে, ২০১৮ সালের ১৮ এপ্রিল রাতে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দলিল লেখক রিয়াজ হত্যা মামলায় বশির আহম্মেদ তদন্ত কর্মকর্তা হিসেবে নিহতের স্ত্রী লিজা আক্তারকে ফাঁসিয়ে দিতে জবরদস্তিমুলক স্বীকারোক্তি নেন। তার সাথে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত এএসআই শরিফুল ইসলাম শরিফ একত্রিত হয়ে লিজাকে আদালতে উপস্থিত করেছিলেন।

এই জবানবন্দি এবং মামলা তদন্ত নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের মধ্যে সন্দেহ হলে অন্যদিকে নগর গোয়েন্দা পুলিশ মামলা তদন্তে মাঠে নামলে তিন যুবককে গ্রেপ্তার করলে বেড়িয়ে হত্যার আসল রহস্য। সেক্ষেত্রে নিহতের স্ত্রী লিজাকে ফাঁসিয়ে দিয়ে তদন্তে গাফিলতির বিষয়টি সামনে আসে।

এই ঘটনাসহ আরও বেশকিছু অভিযোগ ওঠে বশির ও শরিফের বিরুদ্ধে। সঙ্গত কারণে মেট্রো কমিশনার তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সেই তদন্তে প্রাথমিকভাবে বশির ও শরিফের বিরুদ্ধে ওই হত্যাকান্ড নিয়ে বাণিজ্য এবং বেশকিছু অভিযোগের প্রমাণ মেলে। অত:পর সোমবার রাতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ হিসেবে বরখাস্ত করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, বশির ও শরিফের ক্ষমতার অপব্যহার ও বেসামাল হয়ে ওঠার পেছনে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তার অভিযোগ রয়েছে। ইতিপূর্বে করোনা দুর্যোগের চরম মুহূর্তে একজন জেলের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা গণমাধ্যমে শিরোনাম হয়েছিল। পাশাপাশি তাদের বেঘোরে চাঁদাবাজির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার সমমর্যদার অপরাপর কর্মকর্তারা সংক্ষুব্ধ হলেও থানা ওসির কারণে কেউ মুখ খুলতে সাহস দেখাননি।

ঘটনাচক্রে বুখাইনগরে আলোচিত হত্যাকান্ড নিয়ে একজন নারী ঘিরে এই দুই পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহারে অন্তত কোতয়ালি থানায় দাপটীয় যুগের পতন ঘটলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019