২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সন্তান পেশায় ডুবুরি মো. মামুন (৪০) পানিতে ডুবে মারা গেছেন। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। ২৪ আগস্ট সোমবার সকালে জাহাজের নিচ থেকে ওই নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ডুবুরি মামুন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান,২৩ আগস্ট রোববার হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এমভি মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে দুইজন ডুবুরি আনা হয় তা কাটার জন্য। এর মধ্যে ডুবুরি মামুন আটকে যাওয়া জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হন। পরে ২৪ আগস্ট সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ###