০৩ মে ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তিন বছর পর জামিনে কারামুক্ত মামুনুল হক দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস পাওনা টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অতঃপর… সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
বরিশাল সরকারী কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে আন্দোলন উত্তপ্ত হয়ে উঠছে। আজকের ক্রাইম-নিউজ

বরিশাল সরকারী কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে আন্দোলন উত্তপ্ত হয়ে উঠছে। আজকের ক্রাইম-নিউজ

শামীম আহমেদ ॥

বিভাগীয় জেলা শহর বরিশালের সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীর আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে।

অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নাম করণ করার বাস্তবায়ন কমিটি ও বরিশাল জেলা (বাসদ) আহবায়ক কমিটি ইতিমধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা সহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রালয়ে স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রালয়ে স্বারকলিপি প্রদান করা হবে বলে বৃহস্পতিবার টাউন হল চত্বরে এক সংবাদ সম্মেলনে বাস্তবায়ন কমিটি আহবায়ক এ্যাড মানবেন্দ্র ব্যাটবল ও কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কর্মসূচির ঘোষনা করেন।

এদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সপ্তাহব্যপি গণ স্বাক্ষর কর্মসূচি সদররোডে অব্যাহত রয়েছে।

আজ শনিবার (১৮ই) জুলাই সকাল সাড়ে ১১ টায় নগরের প্রাণ কেন্দ্র সদররোডে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে ইসলামী শাষনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বরিশাল মহানগর ইসলামী শাষনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামেদী।

এসময় আরো বক্তব্য রাখেন মুহাম্মাদ জাহিদুল ইসলাম,মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বলেন, দেশের প্রতিটি জেলায় ইতিহাস ঐতিহ্যকে বহন করার জন্য জেলার নামেই নন্দিত শিক্ষাপীঠ গড়ে উঠেছে।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রালয় মাদারীপুরের সরকারী নাজিমুদ্দিন কলেজকে মাদারীপুর সরকারী কলেজ নাম করনের প্রদক্ষেপ গ্রহন করেছে।

অন্যদিকে বরিশালের একটি কুচক্র মহল বরিশাল কলেজের নাম ইতিহাসকে মুছে ফেলার চক্রন্ত ও উদ্যোগ গ্রহন করে মাঠের পরিবেশকে নষ্ট করার মিশন ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠন সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করার মিশন বাস্তবায়িত হতে দেবে না।

একই সময় তারা সরকারী বরিশাল কলেজেন অপরিবর্তিত রাখার জন্য সরকারের কাছে দাবী জানান।

অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপবির্তিত রাখার দাবীতে নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সাতদিন ব্যাপি গণ স্বাক্ষর কর্মসূচির চতুর্থ দিন রবিবার বেলা সাড়ে বারটা পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষ গন স্বাক্ষর সিটে স্বাক্ষর করে সমর্থন জানিয়েছে বলে এখান সমন্বয়কারী শিক্ষার্থী নাজমুল হাসান রনি বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019