০৭ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “
ঝালকাঠিতে অভিনব কায়দায় অটোরিক্সা চুরি, প্রাইভেট কার সহ আটক ২। আজকের ক্রাইম-নিউজ

ঝালকাঠিতে অভিনব কায়দায় অটোরিক্সা চুরি, প্রাইভেট কার সহ আটক ২। আজকের ক্রাইম-নিউজ

মনির হোসেন
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে অটোরিক্সা চুরির সময় স্থানীয়দের হাতে চোর চক্রের ২ সদস্য আটক। আটককৃত চোর ও তাদের চুরি কাজে ব্যবহারিত একটি প্রাইভেট কার পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

অটোরিক্সা মালিক সূত্রে জানাযায়, বুধবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে কৌশলে অটোরিক্সা চুরি করে নেয়ার সময় চোরদের ধাওয়া করলে পুলিশের সহযোগীতায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে চোর চক্রের ২জন সদস্য আটক সহ তাদের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে।
আটককৃত বেটারী চালিত অটোরিক্সা চুরি চক্রের ২জন সদস্যরা হলো বরগুনা জেলার তালতলি এলাকার চরপাতা গ্রামের জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম(২৪) ও একই উপজেলার বেতিপাড়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের ছেলে জিয়া জোমাদ্দার(২৬)।

ইতোপূর্বে একই মালিকের অপর একটি বেটারী চালিত অটোরিক্সা গত ০৯ জুন ২০২০ তারিখ একই কৌশলে চুরি করে নেয় একটি চক্র। এ বিষয় জেলা অটো রিক্সা চালকদের সংগঠন সূত্রে দাবি করা হয় যে, এই চক্র অনেকদিন যাবৎ ঝালকাঠি শহর থেকেই প্রায় ২৫টি বেটারী চালিত অটোরিক্সা চুরি করে। চোর চক্রটি প্রথমে অটো রিক্সায় কিছু মালামাল তুলে বিভিন্ন এলাকায় ভাড়ার কথা বলে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান কারটিতে চক্রের অন্য সদস্যরা অপেক্ষা করে এবং নির্দিষ্ট স্থানে অটো পৌছার পর চক্রের অন্য সদস্যরা ডিবি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অটো চালককে তাদের কারে তুলে নেয় এবং অজ্ঞান করে দূরে কোথাও রাস্তার পাশে ফেলে রেখে যায়। চক্রটির ফাঁদের শিকার হওয়া ঝালকাঠির অটো চালক মোঃ জাহিদ হোসেন জানান, গত ২৭ মে ২০২০ তারিখ নবগ্রাম সড়ক থেকে তার গাড়ি ভাড়া করা হয় এবং ঝালকাঠির ব্র্যাক মোড় পূর্ব অংশে এসে অপেক্ষমান দুজন ব্যক্তি এসে ডিবি পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে অজ্ঞান করে বরিশালের কাশিপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মোঃ জাহিদ হোসেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং তিনদিন পর সে সুস্থ্য হয়। জাহিদ হোসেন এই অটোচোর চক্র গ্রেফতারের খবর পেয়ে ঝালকাঠি থানায় আসে এবং কী ভাবে সে এদের হাতে তার অটোটি চুরি হয়েছে তার বর্ণনা করেন। জাহিদ হোসেন কারটি সনাক্ত করেছেন তবে কারটির নম্বরপ্লেট পরিবর্তন করা হয়েছে তিনি দাবী করেন। পুলিশের ধারনা এই চোর চক্রের ব্যবহৃত কারটি কোন চোরাই কার হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019