২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার।
শনিবার ২৫ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা ও এস আই মোজাম্মেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩নং ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চান্দুরা-সিঙ্গারবিলগামী পাকা রাস্তার ওপর থেকে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম আরাফাত আক্তার (২৭)। তিনি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা (সরকার বাড়ী) এলাকার আবু তাহেরের মেয়ে।
অভিযানে উপস্থিত এসআই মোজাম্মেল হক ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে ২৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)শহিদুল ইসলাম আজকের ক্রাইম নিউজ জানান,গ্রেফতারকৃত আরাফাত আক্তারসহ অজ্ঞাতনামা আরও ১/২ জন সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা (এফআইআর নং-৪৩, জি.আর. নং-৪৫২, মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।