২০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! দর্শনায় দাড়ানো ট্রাকে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বড় বোনের ইন্তেকাল
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনে পালিত হলো আন্তর্জাতিক পর্যটন দিবস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনে পালিত হলো আন্তর্জাতিক পর্যটন দিবস

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোংলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক পর্যটন দিবস। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে পর্যটন কর্পোরেশনের হোটের পশুর কর্তৃপক্ষের আয়োজনে শনিবার সকালে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে নৌ-শোভাযাত্রর আয়োজন করেন পর্যটন কর্তৃপক্ষ। সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলেই এতে অংশ নেয়।
শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো মোংলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের উদ্দেশ্য ও লক্ষ্য। জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। বিশ্ব পর্যটন দিবসকে স্মরনীয় করে রাখতে মোংলা শহরে র‌্যালী ও পশুর নদীতে নৌ-শোভাযাত্রা বের করে পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হোটের পশুর কর্তৃপক্ষ। র‌্যালীটি নদীতে প্রায় এক কিলোমিটার নৌ-শোভাযাত্রা পরিচালিত হয়। পরে পশুর হোটেলের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন তারা।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুন প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে সুযোগ করে দিতে হবে। পর্যটন শিল্প হচ্ছে বর্তমানে বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে পরিগণিত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
আলোচনা সভায় পরিবেশ যোদ্ধা নুর আলম শেখ বলেন, পর্যটন শিল্পের বিকাশের ফলে একদিকে আমাদের পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়ছে। এর পরিপেক্ষিতে জাতিসংঘের পর্যটন সংস্থা ঘোষিত দিবসের এ বছরের প্রতিপাদ্য-‘টেকসই উন্নয়নে পর্যটন’ এবারের প্রতিপাদ্যটি পর্যটন শিল্পবিকাশের সাথে তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। ১৯৮০ সাল থেকে প্রচার-প্রচারনার মাধ্যমে জাতিসংঘের ঘোষিত বিশ্বব্যাপী পর্যটন দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপন করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন, পর্যটক শিল্পের সাথে সংশ্লিষ্ট হোটেল মালিক, নৌযান ও বোট মালিক এবং চালক, ট্যুরিষ্ট পুলিশসহ সুন্দরবনে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল স্থরের মানুষ। পরে এক সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শেষ করা হয়।#

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019