২০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদরের কীর্ত্তিপাশা বাজারসংলগ্ন প্রসন্ন কুমার বালক মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় কীর্ত্তিপাশার বেউখির এলাকার শুভ বল (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে লুঙ্গির কোচর থেকে লাল কসটেপে মোড়ানো সাদা পলিথিনে রাখা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের নির্দেশে জেলাকে মাদক মুক্ত করতে আমাদের সব সময় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ঝালকাঠি জেলায় কোন মাদক ব্যবসা চলবে না।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।