২১ নভেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সরকারি গণগ্রন্থাগারের আয়োজিত তারুণ্যের উৎসব এবং ঈদ -ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত ছড়া আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর প্রভাতী শাখার শিক্ষার্থী ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি ও দৈনিক দূরযাত্রা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেনের এক মাত্র কন্যা মুনা আক্তার মৌ। উল্লেখ্য ৬ ই সেপ্টেম্বর ঈদ -ই মিলাদুন্নবী উপলক্ষে জেলা প্রশাসক ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেন।
তারুণ্যের উৎসব এবং ঈদ -ই -মিলাদুন্নবী( সঃ) উপলক্ষে আয়োজিত ছড়া আবৃত্তি বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ঝালকাঠি জেলা সরকারি গণগ্রন্থাগার পাঠ কক্ষে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাত্তন সহকারী অধ্যাপক ডক্টর কামরুন্নেছা আজাদ রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস.এম . জহিরুল ইসলাম।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।