২১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও চিত্রে বানারীপাড়া থেকে নাঈম মোঘল: বরিশালের বানারীপাড়ায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। বানারীপাড়া সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ ১২ /৯ /২০২৫ শুক্রবার বাদ জুমা বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। কিংবদন্তি সাংবাদিক একুশে পদকপ্রাপ্ত গোলাম সারোয়ার, সাংবাদিক মাহাতাব হোসেন মিল্লাত, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, সাংবাদিক এটিএম মোস্তফা সরদার এবং সদ্যপ্রয়াত সাংবাদিক এস মিজানুল ইসলামের এর রূহের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া সাংবাদিক ফোরমের সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক মোঃ নাঈম মোঘল, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, ব্যবসায়ী মোঃ জামাল হোসেন সহ মসজিদের মুসল্লীবৃন্দ। দোয়া ও মিলাদে প্রয়াত সাংবাদিকসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বানারী পাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াস হোসেন।