২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার
হুসাইন মোহাম্মদ (রুবেল)
ব্রাহ্মণবাড়িয়ার (সদর – বিজয়নগর )৩ আসনের বিজয়নগর উপজেলার ২ টি ইউনিয়ন বুধন্তি ও চান্দুরা বাহ্মণবাড়িয়া ২( সরাইল- আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ রবিবার সকাল ১০ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরায় সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।এতে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যাবত যানচলাচল বন্ধ আছে।এসময় শাহবাজপুর থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল।এতে করে পথচারীরা চরম বিপাকে পরেছে ।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহবায়ক এড.ইমাম হোসেন,এনসিপির মূখ্য সংগঠক মো: আতাউল্লাহ,সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন,হেফাজতের সাধারণ সম্পাদক আফজাল হোসেন ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল ইসলাম,রাষ্ট্রো মিয়া,আলী হোসেন, কামাল মিয়া , সাদ্দাম মিয়া, হাসান ভুইয়া সহ বিভিন্ন দলের নেতারা। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পুর্বাঞ্চলের ১০ টি ইউনিয়ন নিয়ে নেতারা খেলা করছে। নেতাদের সুবিধার্থে উপজেলার ৩টি ইউনিয়নকে নেতাদের ইইচ্ছামত সরাইল,নাসিরনগর ও সদরে দেয়।আন্দোলনের পর ২৪শে সেপ্টেম্বর শুনানী শেষে হরষপুর কে সদরের সাথে দেওয়া হয়।
আমরা ১০ ইউনিয়ন ভাই ভাই একসাথে থাকতে চাই। ২ ইউনিয়নকে সদরের সাথে না দিলে অনির্দিষ্ট কালের জন্য ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকা ব্লকেড করে দেওয়া হবে।