২১ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ দুইজনকে মাদকসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে ও সকালে উপজেলার বিষ্ণুপুর এবং সিঙ্গারবিল ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ বোতল স্কফ সিরাপ এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর প্রায় ৪টার দিকে উপজেলার ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামের মামুন মিয়া (৩০) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মামুনকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের আব্দুস সালাম ও মর্জিনা বেগম দম্পতির ছেলে।
অপরদিকে, একইদিন সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় আরেকটি অভিযানে নামে পুলিশ। এলাকার সহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে ফুল বানু (৪৫) নামের এক নারীকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ফুল বানু আখাউড়া পৌর এলাকার গোপাল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া এবং তার স্থায়ী ঠিকানা রাধানগর (হোসনার বাড়ি) বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, আজকের ক্রাইম নিউজ কে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।