২১ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দেড় কাঠা জমি নিয়ে চাচা- ভাস্তে দ্বন্দে চাচা,চাচাতো ভাইদের হামলায় চাচা ও ভাস্তেকে কুপিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভালাইপুর মোড়ে পোলের মাঠে দেড় কাঠা জমি নিয়ে বিরোধের জেরে তৈয়ব আলী (৪০)’ র ছেলে আল মিরাজ(২১) কে কুপিয়ে হত্যা করা হয়।এসময় তৈয়ব আলীকে কুপিয়ে মারাত্নক জখম করা হয়।আহত তৈযব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত হাসান আলী বাবু (৪৩) ও রাজীব হাসান রাজুকে (৩২)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে আপন ভাতিজা বাবু এবং ভাগ্নে রাজুর বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে চাতালে পাট শুকানোর সময় হঠাৎই বাবু ও রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ মারা যায়। অন্যদিকে তৈয়ব গুরুতরভাবে আহত হন।পরে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলুকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আল বেলাল জানান, শরিকের জমি নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আজ এই ঘটনা ঘটেছে।চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করেছি। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।