২১ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঠে মেশিনের মাধ্যমে ধানকাটা দেখার সময় মেশিনের আঘাতে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুড়োপাড়া গ্রামের আপাগাড়ির মাঠে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বড়োপাড়া গ্রামের মিলপাড়ার মৃত. আজগার আলীর ছেলে ইবাদত আলী (৪৫)গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। এসময় পাশ্ববর্তী আইনালের জমিতে মেশিনের মাধ্যমে ধান কাটছিল। ইবাদত মেশিনের পিছনে দাড়িয়ে ধানকাটা দেখছিল আর ঘাস কুড়াচ্ছিল। এক পর্যায়ে মেশিন চালক পিছনে ঘুরতেই মেশিনের চাকায় সজোরে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে সে মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, মৃত অবস্থায় পরিবারের সদস্যরা জরুরি বিভাগের নিয়ে আসেন। তারা জানিয়েছেন, ধানকাটা মেশিনের নিচে চাপা পড়েছিলেন। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।