২১ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বুধবার (২০ আগস্ট )সকালে উপজেলার ডাকবাংলো মাঠে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম বেপারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার কখন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।